
চট্টগ্রাম বন্দরের আইসিটি ২ নম্বর গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ইব্রাহিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২০ নভেম্বর) দিবাগত ১০টার দিকে দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইব্রাহিম ভোলার চরফ্যাশন এলাকার জাহাঙ্গীরেরে ছেলে। বন্দরে জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ইপিজেড এলাকার লেবার কলোনিতে একটি ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, রাতে বন্দরের এক শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, শনিবার রাতে বন্দরের আইসিটি ২ নম্বর গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় ইব্রাহিম নামের এক যুবক গুরুতর আহত হয়। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ চমেক মর্গে প্রেরণ করা হয়েছে।
