চন্দনাইশে স্ত্রীকে খুন করে রাঙ্গুনিয়ার পাহাড়ে আত্মগোপন করেও রেহাই পেলেন না বৃদ্ধ স্বামী সাত্তার। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হল।
চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদের বাতুয়ার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রেজিয়া বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করে দীর্ঘ ২৩ দিন রাঙ্গুনিয়ার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন রিকশাচালক সাত্তার।
আজ সোমবার (৩০ মে) সকালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার এস এস আবদুস সাত্তার (৭০)। চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
পুলিশ জানায় গত ৭ মে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী। গুরুতর আহতাবস্থায় স্ত্রী রেজিয়াকে স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। চমেকে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই রেজিয়া বেগম মারা যান।
পর দিন মায়ের হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তাদের মেয়ে কামরুন নাহার রুমা। আজ সোমবার ভোরে আসামির অবস্থান নিশ্চিত হয়ে রাঙ্গুনিয়ার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার করার তথ্যটি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া রিকশাচালক স্বামী এস এস আবদুস সাত্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।