চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) মো. মোস্তাফিজুর রহমান (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। নিহত মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি নগরীর আকবরশাহ থানায় কর্মরত ছিলেন। তার ২২ বছর ও ১৯ বছর বয়সী দুই কন্যা সন্তান এবং ১২ বছর বয়সী এক ছেলে রয়েছে।
সিএমপির আকবর শাহ থানার ওসি (তদন্ত) সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুইদিন আগে হালিশহর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানাগেছে, গত রবিবার (৬ নভেম্বর) হালিশহর থানাধীন বড়পোল এলাকায় এসআই মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করানো হয়। আজ তিনি মারা যান।
আজ দুপুর সোয়া ২টায় আকবরশাহ্ থানা প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃতদেহ দাফনের জন্য ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকায় তার গ্রামের বাড়ীতে নেয়া হচ্ছে।