সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ড উপজেলায় মোহাম্মদ ইউসূফ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পৌরসভাধীন মীরেরহাট বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ ইউসুফ (৩৫) পৌরসভার ১নং ওয়ার্ড নুনাছড়া এলাকার গরু ব্যবসায়ী মদিন উল্লাহর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মো. ইউসুফ কয়েকজন সঙ্গীসহ বটতল এলাকার একটি হোটেলে বসে নাস্তা করছিলেন। এ সময় ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় অন্যরা ভয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ইউসুফকে তারা উপর্যুপরি কুপিয়ে আহত করে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিম জানান, সন্ধ্যা সাতটার সময় ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ঘাড়ে ও পেটে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কি কারনে এই হত্যাকাণ্ড তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না।