
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নারকেল তলা এলাকার বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মনসুর আলম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১১ মার্চ) দুপুর একটার দিকে ইপিজেড থানার হক সাহেব গলির রহিমা মঞ্জিলে এ ঘটনা ঘটে।
নিহত মনসুর আলম (৫৫) ওই এলাকার মৃত ফোরকান আহমেদের ছেলে।
তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে এক যুবক ৪তলা ভবন থেকে পড়ে মুনসুর আলীর মৃত্যু হয়েছে। তারা জানায়, দীর্ঘ দিন ধরে যুবকের টাকা ও জমি আত্মসাতের অভিযোগে পুলিশ তাকে খুঁজছিল। আজ দুপুরে খবর পেয়ে পুলিশের একটি টিম তার শ্বশুর বাড়িতে ঘেরাও করলে সে পুলিশের হাত থেকে বাঁচতে ভবনের উপর থেকে লাফিয়ে পড়ে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
তবে পুলিশের ধাওয়া খেয়ে পড়ে মারা যাওয়ার বিষয়টি অস্বিকার করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ভবনের ট্যাংকি পরিষ্কার করার সময় মনসুর আলম চারতলা থেকে নীচে পড়ে যান। পরে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, একটি ভবনের ৪ তলার ছাদ থেকে পড়ে একজন গুরুতর আহত হন।
পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের ছেলে আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবার মৃত্যু নিয়ে কিছু বলতে পারবো না। আপনারা থানায় পুলিশের সাথে যোগাযোগ করেন। আমি লাশ নিয়ে ব্যস্ত আছি বলেই ফোন লাইন কেটে দেন।