চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুলিবিদ্ধ হুইপের বোনসহ ৪ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় হুইপের ভাইকে মারধরের পর কান ধরে ওঠ-বস করানো হয়।
প্রথম দফায় শান্তিরহাটস্থ মাদ্রাসা গেটে শনিবার সকাল ১১টায় হামলার ঘটনায় এক নারী ও হুইপের ভাইসহ ৫ জন আহত হয়। এদিন সন্ধ্যায় ২য় দফা হামলার ঘটনা ঘটে মাহমদ নগর এলাকায়। ওই ঘটনায় হুইপের গাড়িবহরে গুলি, রাম দা দিয়ে কুপিয়ে ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয় ২ জন। এসময় আহত হন হুইপের ছোট বোনসহ ২০ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন।
গুলিবিদ্ধ দুইজন হলেন- মুহাম্মদ মনির (৪২) এবং ইদ্রিস (৪০)। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- হুইপের ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত (৫৫), রেখা চৌধুরী (৪০), নাজমা আক্তার (৩০), বেলাল চৌধুরী (৫৫), আরিফ (৩২), আবু তৈয়ব (৩২), রিমন (২৭), মিনহাজ উদ্দিন (২৫), মানিক (৪০), ইউপি সদস্য সালাউদ্দিন সরওয়ার (৩৩)।
জানা গেছে, চট্টগ্রাম-১২ আসনে পটিয়ার বর্তমান এমপি সামশুল হক চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই নুরুল আলম আশেক বলেন, পটিয়ায় হামলার শিকার হয়ে ঈগল প্রতীকের চারজন আহত সমর্থক হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মনির হোসেন নামের একজন গুলিবিদ্ধ। আহত আরেকজন ঈগল প্রতীকের প্রার্থীর বোন। তাদেরও ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।