Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সমালোচনার জবাব দিয়ে সাকিবের হাফসেঞ্চুরি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

র্ঘদিন ধরে রানে নেই। বল হাতেও নেই ছন্দে। এমন অচেনা সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনায় মেতে ছিলেন ভক্তরা। অবশেষে ব্যাট হাতেই সমালোচনার জবাব দিলেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে হাফসেঞ্চুরি হাঁকিয়ে রানে ফেরার আভাস দিলেন দেশসেরা অলরাউন্ডার।

ডাচদের বিপক্ষে দলের বিপদে নেমে ৩৮ বলে ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন সাকিব। এটি তার ক্যারিয়ারের ১৩তম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। যেটা বিশ্বকাপে তার চতুর্থ হাফসেঞ্চুরি। তার ব্যাটে চড়ে বড় সংগ্রহের জন্য লড়ছে বাংলাদেশ। বাংলাদেশের দলীয় রান এরই মধ্যে ১৩০ ছাড়িয়েছে। এদিকে উইকেটে এসে ২১ বলে ২৫ রান করে ফিরেছেন মাহমুদউল্লাহ।

তামিমের বিদায়, ক্রিজে আশা জাগাচ্ছেন সাকিব

দলীয় ২৩ রানে নেই জোড়া উইকেট। শান্ত-লিটন দুজনেই ফেরেন হতাশ করে। দুই টপ অর্ডারের বিদায়ের পর তানজিদ তামিম ও সাকিব আল হাসান মিলে জুটি গড়ে তোলেন। এই জুটিতে শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। তবে ৪৮ রানের এই জুটি ভেঙে বাংলাদেশকে বিপদে ফেলেছে নেদারল্যান্ডস। ২৬ বলে ৩৫ রান করে ফিরেছেন তানজিদ তামিম। ক্রিজে বাংলাদেশের আশা সাকিব আল হাসান। রানের খোঁজে থাকা সাকিব আজ ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী।

শুরুতেই বাংলাদেশকে ডুবিয়ে সাজঘরে শান্ত-লিটন

লম্বা সময় ধরে রানে নেই। ফর্মে ফেরার আশায় আশায় পজিশন বদলে ওপেনিংয়ে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেখানেও ব্যর্থ। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট উপহার সাজঘরে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, শান্ত করেন ১ রান। এরপর ওয়ানডাউনে নেমে ১ রান করে লিটন দাসও ফিরেছেন সাজঘরে। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ।

অপরিবর্তিত বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে ম্যাচটিতে একাদশে কোনা পরিবর্তন ছাড়াই ডাচ পরীক্ষায় নেমেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচের একাদশ নিয়েই আজ লড়বে বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডস একাদশে এক পরিবর্তন এনেছে। ব্যাটসম্যান তেয়া নিদামাউনুরুর জায়গায় ফেরানো হয়েছে অফ স্পিনার আরিয়ান দত্তকে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস একাদশ

মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

সুপার এইটের আশায় ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজেদের তৃতীয় ম্যাচে জিতলেই সুপার এইটের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এই সুযোগকে কাজে লাগাতে যুক্তরাষ্ট্র থেকে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে ম্যাচটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বিলাসবহুল ৩৬০টি বাড়ির মালিক!

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি

একটাই লক্ষ্য, প্রতিটি ম্যাচ জিতবোঃ শান্ত

ফিলিস্তিন থেকে ইসরায়েলিদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবেঃ উপদেষ্টা নাহিদ

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print