ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজ বুধবার (১৪ আগস্ট) সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। অবস্থান প্রসঙ্গে অভিনেত্রীর দাবি ছিল, ‘হোক সকল হত্যার, সকল নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’
সারাদিন অবস্থানের পর আগামীকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্য দিবস উপলক্ষে তিনিসহ বঙ্গবন্ধুপ্রেমি আরও কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করেন। এই আয়োজনে উপস্থিত সবার ওপরে হামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে প্রাচী গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের ওপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়।’
তাকে টার্গেট করে পেটানো হয়েছে, এমন অভিযোগ করে কান্নাজড়িত কণ্ঠে রোকেয়া প্রাচী বলেন, ‘যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতকারী নন।’
সুখেন্দু বসু থানার ওসির সঙ্গে যোগাযোগ করতে বললে তাকে কল দিয়ে পাওয়া যায়নি।