Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশিদের আসলেই কি ভিসা ফ্রি সুবিধা দিয়েছে পাকিস্তান?

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা—শেখ হাসিনা সরকারের পতনের পরপর অনলাইনে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনিও হয়তো বিষয়টি দেখে থাকতে পারেন। তবে বাংলাদেশিদের জন্য আসলেই কি ভিসা ফ্রি সুবিধা ঘোষণা করেছে পাকিস্তান? উত্তরটা হলো ‘না’। এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য এমন কোনো সুবিধার কথা ঘোষণা করেনি ইসলামাবাদ। তাই দক্ষিণ এশিয়ার এই দেশটিতে যেতে হলে এখনো আগে থেকেই ভিসার জন্য আবেদন করতে হবে। মঙ্গলবার (২৮ আগস্ট) এক ফ্যাক্ট চেক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

জিও নিউজের খবর অনুযায়ী, আগস্ট মাসের শুরুর দিকে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি সুবিধা চালু করেছে পাকিস্তান সরকার। তবে এই দাবিটা ভুয়া।

যা ছড়িয়ে পড়েছে

গত ১৬ আগস্ট সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফ্রি সুবিধার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই পোস্টের সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত এই পোস্টটি দেড় লাখের মতো মানুষ দেখেছেন। ৬ হাজার ৭০০ মানুষ লাইক এবং ৭২০ জনের বেশি রিপোস্ট করেছেন। এ ছাড়া একই ধরনের পোস্ট ফেসবুকসহ আরও কয়েকটি জনপ্রিয় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সত্যটা আসলে কী

পাকিস্তানের স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ভিসা ছাড়া তাদের দেশে বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশিদের এমন সুযোগ দেয়া হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের মহাপরিচালক কাদির ইয়ার তিওয়ানা জিও ফ্যাক্ট চেককে বলেন, গত ১৩ আগস্ট তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বিভিন্ন দেশের জন্য একটি সংশোধিত ভিসা নীতি ঘোষণা করেন।

নতুন নীতি অনুসারে, আরব উপসাগরীয় দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি সুবিধা দেয়া হয়েছে। তারা শুধু নিজ দেশের পাসপোর্ট প্রদর্শন করেই পাকিস্তানে প্রবেশ করতে পারবেন।

কাদির ইয়ার তিওয়ানা বলেন, বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য আবেদন করতে হবে। তারা ২৪ ঘণ্টার মধ্যে একটি ইলেকট্রিক ভিসা পাবেন।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আরব উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েতের নাগরিকরা কোনো ধরনের ভিসা ছাড়াই পাকিস্তানে প্রবেশ করতে পারবেন। তবে বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকদের আগমনের আগে ভিসার জন্য আবেদন করতে হবে। বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফেডারেল সচিব আমব্রিন জানও নিশ্চিত করেছেন।

সর্বশেষ

ঘুমের মধ্যেই নবাগত নায়িকার রহস্যজনক মৃত্যু

রাস্তার পাশে গাছে ঝুলছিল যুবকের রক্তমাখা শার্ট-গেঞ্জি, মরদেহ মিললো মর্গে

বেঁচে আছেন লাদেনের ছেলে হামজা!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছির গ্রেফতার

ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল

স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক ফয়েজের পদত্যাগ

শেখ মুজিবুর রহমানের আসল নাম দেবদাস চক্রবর্তী নয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print