Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাশিয়ার হামলায় ইউক্রেনে মসজিদ বিধ্বস্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ বিধ্বস্ত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রুশ বাহিনী সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদটি বিধ্বস্ত হওয়া ছাড়াও দুজন মানুষ আহত হয়েছেন। খবর এবিসি নিউজের।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় রাত তিনটার দিকে শহরে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া। নগর প্রশাসনের প্রধান সেরহি পপকোর মতে, এই হামলায় অন্তত দুজন আহত হয়েছন। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি।

ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি জানিয়েছে, প্রায় ২৩টি শাহেদ ড্রোনসহ প্রায় ৩৪টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদের মধ্যে ৯টি ব্যালিস্টিক ও ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। আর তিনটি ড্রোন লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শহরের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদে আঘাত হেনেছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আধ্যাত্মিক বা মানবিক মূল্যবোধের প্রতি রাশিয়ার কোনো গুরুত্ব নেই। কোনো ধর্ম বা বিশ্বাসের প্রতি তাদের শ্রদ্ধা নেই।

এর আগে ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত ৪১ জন আহত হওয়ার খবর দেন স্থানীয় কর্মকর্তারা। ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলেহ শিনেহুবভ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। মস্কো শহরের ‘বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একচেটিয়া’ হামলা চালাচ্ছে।

সর্বশেষ

রাশিয়ার হামলায় ইউক্রেনে মসজিদ বিধ্বস্ত

কেন বর্ষা আসলেই চুল পড়ে, সমাধান কী?

সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে

সম্পর্ক জোরদারে সেপ্টেম্বরে ঢাকায় আসতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ!

হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহিল কাফী আটক

১৩৫ মিলিয়ন ডলার পাচার করে বেক্সিমকো

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print