Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘মুজিব’ বায়োপিক পাওয়া ১০ কাঠার প্লট হারাচ্ছেন শুভ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আওয়ামী লীগ সরকারের সময় সংরক্ষিত কোটায় বরাদ্দ পাওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ধারাবাহিকতায় ‘বঙ্গবন্ধু একটি জাতির রূপকার’ সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দকৃত প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক।

বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার। এছাড়াও জানা গেছে, আরিফিন শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠা ও প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার একটি প্লট বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে প্লট বুঝে নিতে আরিফিন শুভ সরকার নির্ধারিত অর্থ জমা দিয়ে চুক্তিপত্র গ্রহণ করেন।

তবে সময় স্বল্পতার জন্য প্লটের রেজিস্ট্রেশন কিংবা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি আরিফিন শুভ। এরইমধ্যে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনতার রোষানলে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। আর আওয়ামী সরকার পতনের পর এ অভিনেতাসহ গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় দেয়া বরাদ্দের সব প্লট নিয়ে শুরু হয় হিসাব-নিকাশ।

রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি আমরা। ঠিক কী পরিমাণ প্লট বাতিল করা হবে, সেটি এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে রেজিস্ট্রেশন করা হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি বোর্ড সভায় তুলে বরাদ্দকৃত সেসব প্লট বাতিল করা হবে।

প্রসঙ্গত, ৮৩ কোটি টাকার বাজেটে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে প্রধান চরিত্র বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিফিন শুভ। এতে পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ টাকা।

সর্বশেষ

‘মুজিব’ বায়োপিক পাওয়া ১০ কাঠার প্লট হারাচ্ছেন শুভ

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধঃ ড. ইউনূস

সেন্টমার্টিন ভ্রমণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালুর পরিকল্পনা

বাংলা একাডেমির মহাপরিচালক হলেন ড. মোহাম্মদ আজম

গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত

বিএসএফের গুলিতে ১৩ বছরের কিশোরীকে হত্যায় ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা

শহিদ ও আহতদের মূল তালিকা হয়ে গেছেঃ প্রধান উপদেষ্টা

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print