ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আমি নির্বাচন করব নাঃ ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্দেশ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান। এই অধিবেশনের ফাঁকে তিনি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করছেন। যোগদান করছেন নানান অনুষ্ঠানেও।

স্থানীয় সময় মঙ্গলবার এমনই একটি অনুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস। অনুষ্ঠানটির নাম ক্লাইমেট-ফরোয়ার্ড। আয়োজক মার্কিন সংবাদমাধম নিউইয়র্ক টাইমস। সেখানে দীর্ঘ ২৫ মিনিট কথা বলেন এই নোবেলজয়ী। কথা প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশের নির্বাচনের বিষয়। বাদ যায়নি গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ও।

অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক ড. ইউনূসের কাছে জানতে চান তার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা। জববে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাকে দেখে কী আপনার মনে হয় আমি নির্বাচন করব? আমি নির্বাচন করব না।’

নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস জানান, সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছবে তখনই নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচনের বিষয়ে প্রশ্ন করার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। সে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।’

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print