কয়েকদিন ধরে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকায় পালরদ্দী নদীর ভাঙনে বিলীনের পথে পখিরা-কালীনগর সড়ক। ভাঙন ঠেকাতে মাঝেমধ্যে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দায়সারাভাবে জিও ব্যাগ ফেললেও ভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ নিচ্ছে না তারা।
সম্প্রতি পালরদ্দী নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় কালকিনি উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। আর এই অব্যাহত ভাঙনে পখিরা-কালীনগর সড়কের দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে গেছে।
ভাঙন রোধে এখনই স্থায়ী ব্যবস্থা না নেয়া হলে যেকোনো সময় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ভাঙনে এই স্থানের সড়কটি পালরদ্দীতে নদীতে বিলীন হলে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষের যোগাযোগ পুরোপুরি বিছিন্ন হয়ে যাবে।
সরেজমিন সূত্রে জানা গেছে, ৩০ বছর ধরে আলীনগর এলাকা ভাঙনকবলিত। পালরদ্দী নদীর ভয়ালগ্রাসে কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। নদীতীরের মানুষ প্রতিদিন আতঙ্ক নিয়ে বসবাস করে। স্থানীয় মহিউদ্দিন, মেহেদী ও ছত্তার জানায়, পখিরা-কালীনগর সড়কটি ভেঙ্গে অনেকখানি বিলিন হয়ে গেছে। বাকিটা বিলিনের পথে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা না নিলে পুরোপুরি ওই সড়কটি নদী গর্ভে চলে যাবে। বিছিন্ন হয়ে যাবে বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা। তাই সময় থাকতে পানি উন্নয় বোর্ডের প্রতি ব্যবস্থা নিতে আবেদন জানাচ্ছি।
স্থানীয় সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ জানান, ওই সড়কটির অংশ বারবার ভেঙে নদী বিলিন হচ্ছে। আর বারবার নামে মাত্র মেরামত হচ্ছে। সড়কটির মেরামতের কাজ মজবুতভাবে করলে আজকে এই অবস্তা হতো না।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান জানান, আমরা কয়েক মাস আগে পখিরা ও আলীনগর ভাঙন এলাকায় জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করেছিলাম। বরাদ্ধ পেলে শিগগিরই আবার ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।