দেশের ব্যাংকিং ও আর্থিকখাতের দুরবস্থার জন্য একক ব্যক্তি নয়, বরং অনেকের দায় আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নৈতিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়ে গভর্নর বলেন, ব্যাংকিং খাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত ভালো করলেও, পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারেনি।আমাদের সবার আলাদা আলাদা দায়িত্ব ছিল। সবাই হয়তো সেই দায়িত্ব পালন করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা দরকার।
তবে ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে জানিয়ে গভর্নর বলেন, ‘ব্যাংকিং ট্রেনিংয়ের পাশাপাশি নৈতিকতা-বোধ বৃদ্ধির চর্চা চালু করতে হবে। তা না হলে অর্থই অনর্থের মূলে পরিণত হবে। কারণ, ব্যাংক পরিচালনার জন্য অভিজ্ঞতার পাশাপাশি সৎ, মানবিক ও নৈতিক ব্যাংকারের প্রয়োজন।’
আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংক খাতের নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে জলবায়ু ও গ্রিন ফাইন্যান্সিং নিয়েও বিআইবিএমকে কাজ করতে হবে। সাসটেইনেবল ফাইন্যান্স বাদ দিয়ে ব্যাংক খাত এগিয়ে যাওয়া সম্ভব না। এ জন্য এসএমই ও গ্রিন ফাইন্যান্স নিয়ে ট্রেনিং দিতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশবান্ধব হওয়ার দিকে এগোতে হবে।’