মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ফটিকছড়ি আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য, ড.মাহমুদ হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে নগরীর সেভরন হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ড.মাহমুদ হাসান এ ব্যক্তিগত সহকারী আহমেদ এরশাদ খোকন পাঠক ডট নিউজকে এখবর নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বরেন্য রাজনীতিবিদ ডক্টর মাহমুদ হাসানের প্রথম জানাজা আজ শনিবার দুপুর ২টায় চট্রগ্রামের জমিয়তুল ফালাহ্ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে, পরবর্তিতে বিকাল ৫টায় তার দ্বিতীয় নামাজে জানাযা ফটিকছড়ির গ্রামের বাড়ি লায়লা-কবির ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে ড. মাহমুদ হাসানের মৃত্যুতে পুরো ফটিকছড়ি জুড়ে ভোর থেকে মাইকিং করা হচ্ছে।