চট্টগ্রাম মহানগরীর হালিশহরের সামাজিক সংগঠন অালোকিত সংঘের উদ্যোগে “রোজার তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হালিশহরস্থ লাকী স্কয়ার কমিউনিটি সেন্টার এ বিকাল ৫টায় এ অালোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাধারন সম্পাদক হাসান রুবেল এর সঞ্চালনায় সদস্য আবদুল করিমের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহকারী পরিচালক মোশারফ হোসেন, প্রবীণ শিক্ষক কে এম আজিজ উল্লাহ, এ ব্লক ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি নাজিম উদ্দীন, সন্দ্বীপ এসোসিয়েশানের সাংগঠনিক সম্পাদক মুজিবুল মাওলা,ন্যাশনাল ফাউন্ডেশান এর চেয়ারম্যান শামছুল আলম,এ ব্লক ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক আবদুল কাদের রাসেল, দেশ বিদেশ ২৪.কম এর সম্পাদক জিয়া উদ্দিন সোহেল, মানবাধিকার সংগঠন আসক এর চট্টগ্রাম মহানগর সভাপতি ইমদাদুল করিম সৈকত।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দসহ সন্দ্বীপ ভিত্তিক বিভিন্ন অনলাইন আইডির এডমিনগন উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাধারন সম্পাদক কামরুল হাসান রনি ও সাইফুল ইসলাম রাহাদ হামদ্ ও ইসলামিক সংগীত পরিবেশনা করেন। সর্বশেষ সভাপতি খাদেমুল ইসলামের সমাপনী বক্তব্য এবং মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।