সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় নুর উদ্দিন ( ৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৯ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নুর উদ্দিন কদমরসুলস্থ লালবেগ এলাকার ভুলা মাঝির বাড়ির মোঃ আক্তার হোসেন এর পুত্র।
জানা যায়, নুর উদ্দিন সকালে মোটর সাইকেল যোগে বাঁশবাড়ীয়া শশুড় বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে মারাত্বক জখমবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এব্যাপারে জানতে চাইলে কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই নজরুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি তবে শুনেছি একটি মাইক্রোবাস মোটর সাইকেলকে চাপা দিয়েছে।
মাইক্রোবাসটি আটক করা যায়নি। উল্লেখ্য যে, সীতাকুণ্ডে আবারো সড়ক দূর্ঘটনা বেড়ে গিয়েছে, প্রতিদিনই সড়ক দূর্ঘটনা লেগে আছে। গতকাল সোমবারও সীতাকুণ্ডের পাক্কা মসজিদস্থ শেয়ারীপুল এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ইমন নামের এক যুবকের মৃত্যু হয়।