নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছে। উপজেলার পুরিন্দা এলাকায় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তুষার, লিমন, অভি ও পাভেল। তাদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
ঘটনাস্থল থেকে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী থেকে ঢাকা মেট্রো-ঘ-১৫ ১৮৩৪ নম্বরের একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকা আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি ডোবায় পরে যায়। ঘটনাস্থলে তুষার নামে একজন মারা যান। অন্যরা ঢাকার এ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।