রাত পোহালেই পবিত্র ঈদ-উল আযহা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবার পবিত্র ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭ টা ৪৫ মিনিটে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা ৪৫ মিনিটে ।
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র সিনিয়র পেশ ইমাম হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম হাফেজ ক্বারী মুফতি মোহাম্মদ জালাল উদ্দিন। ঈদ জামাতে মন্ত্রীবর্গ, সিটি মেয়র, জাতীয় সংসদ সদস্য ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এছাড়া নগরীর ৪১ ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অধীনে মোট ১৬৬ জায়গায় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সোমবার দিনে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানের প্রধান ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিশাল প্যান্ডেলের ফ্যান, আলো-বাতি, নামায আদায়ের ব্যবস্থা, প্রবেশ ও বাহির হওয়ার পথ, নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক বিষয়গুলো খতিয়ে খতিয়ে দেখেন এবং নির্বিঘ্নে ঈদ জামাত আয়োজনে যাবতীয় ব্যবস্থা নিখুঁত ভাবে সম্পাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মেয়র আশা করেন, আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম জামাতে অর্ধ লক্ষের বেশী মুসল্লি ঈদের নামায আদায় করতে সক্ষম হবে। এ সময় মেয়র ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান নগরবাসী সকলকে। মেয়রের পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র-৩ নিছার উদ্দিন আহমদ মঞ্জু, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, সলিমুল্লাহ বাচ্চু, চসিক এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।