
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও অর্ধশত পাসপোর্টসহ চট্টগ্রামে মুদ্রা পাচারকারী দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে নগরীর কদম মোবারক সিভার ট্যুর এন্ড ট্যাভেলস অফিস থেকে তাদেরকে আটক করা হলেও বৃহস্পতিবার বিষয়টি গনমাধ্যমকে জানানো হয়।
আটককৃতরা হলেন ভানরাম বম (৪২), হিল্লোল বড়ুয়া (৩২), রুপেশ বৈদ্য (৪৮) ।
আজ দুপুরে গনমাধ্যমে পাঠানো নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অভিযানকালে তাদের কাছ থেকে চৌদ্দ হাজার ইউএস ডলার, পঞ্চাশ হাজার ভারতীয় রুপী, বাংলাদেশী দুই লক্ষ ত্রিশ হাজার টাকাসহ ৫৮ টি বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার করা হয়।
আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বৈদেশীক মুদ্রা মজুদ করে তা পাচার করে আসছিল। এছাড়া উদ্ধারকৃত বিভিন্ন লোকের পাসপোর্টগুলো বেআইনী কাজে ব্যবহার করছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।