Search
Close this search box.

ঝিনাইদহে বাস খাদে পড়ে আহত ২৫ জন

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print
accident-pic-jhenidah
ঝিনাইদহে দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহি বাস।

ঝিনাইদহ (খুলনা) প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে আবুল কালাম (৪০), ধলহরা চন্দ্র গ্রামের আব্দুল হামিদের স্ত্রী রিনা খাতুন (৫৫), আসান মন্ডলের স্ত্রী শাহিদা খাতুন (৬০), ব্রাহিমপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী রিনা খাতুন (৩৫), রামচন্দ্রপুর গ্রামের হেমন্ত চন্দ্র বিশ্বাসসের ছেলে রাম চন্দ্র (৪০), ঝিনাইদহ শহরের শিকারপুর গ্রামের শিবে সরকারের ছেলে ঠাকুর সরকার (৭০), শহরের আরাপপুর এলাকার আলঙ্গীরের মেয়ে ইয়াসমিন (৮), হরিণাকুন্ডু উপজেলার ভাদড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আনোয়ার হোসেন (৪০), যশোর শিমুলিয়া গ্রামের রঞ্জু বিশ্বাসসের ছেলে পলাম (৩০), যশোর কাশিপুর গ্রামের জালাল মোল্লার ছেলে শাহাব উদ্দিন (৪০) সহ ২৫ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে রূপসা পরিবহনের একটি বাস খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি পৌঁছালে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।

এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সারাদেশ

২৬ জুলা ২০২৪

নাহিদ ইসলামসহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদাপোশাকের এক দল ব্যক্তি। তাঁরা

রাজনীতি

২৫ জুলা ২০২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

জাতীয়

১৮ জুলা ২০২৪

সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ জুলাই)