চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার টেরি বাজারে একটি বাসায় অঞ্জন ধর (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার পর লাশ বস্তায় পুরে রেখেছে। পুলিশ বস্তাবন্দিবস্থায় তার লাশ উদ্ধার করেছে। এঘটনায় নামে নিহত অঞ্জনের স্ত্রী ও শ্যালক বাবলু ধরকে পুলিশ আটক করেছে। বাবলু পুলিশের কাছে তার ভগ্নপিতিকে হত্যার কথা স্বীকার করেছে।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার এসআই সুমিত জানায়, সকালে বাবলু নামে এ যুবক থানায় এসে জানায় সে তার ভগ্নিপতিকে হত্যার পর লাশ বস্তা ভরে রেখেছে। তার কথায় প্রথমে আমল না করলেও পরে আমাদের সন্দেহ হয়। আমরা ঘটনাস্থলে এসে দেখি বস্তাবন্দি লাশ পড়ে আছে।
আমরা লাশটি উদ্ধার পক্রিয়া এখনো শুরু করিনি সিআইডির স্পেশাল টিমকে জানানো হয়েছে। তারা এসে তদন্ত করার পর লাশ উদ্ধার করা হবে।
নিহত অঞ্জন ধর ধরের বাড়ি বাশঁখালি উপজেলায়। তার স্বজনদের জানানো হয়েছে।