চট্টগ্রামের পাহাতলী থানাধীন ডি.টি রোডস্থ সেভেন স্টার বডি বিল্ডিং সেন্টার বিশেষ অভিযান ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি আলমারি ও ১টি ভ্যান গাড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় এঅভিযান চালানো হয়।গ্রেফতারকৃতরা হলো, মোঃ ফুল মিয়া (৩২), মোঃ মাহফুজ (২৪)।
বিষয়টি নিশ্চত করে গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার উত্তম কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতরা গাঁজাগুলি কুমিল্লা জেলা থেকে চট্টগ্রাম নগর নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।