পার্বত্য ভূমি কমিশনের সংশোধিত আইন বাতিল ও নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের মুক্তির দাবিতে বান্দরবানে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে।
দিনভর হরতাল চলাকালে দোকান পাঠ, অফিস আদালত, স্কুল কলেজ যানবাহন সহ সব কিছু বন্ধ ছিল।
মঙ্গলবার বিকেলে বাঙালিদের পাঁচটি সংগঠন বুধবার এই হরতালের ডাক দেয়। সংগঠনগুলো হলো পার্বত্য সমঅধিকার আন্দোলন পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য শ্রমিক-ঐক্য পরিষদ, জাগো পার্বত্যবাসী ও বাঙালি ছাত্র পরিষদ।
হরতালের সমর্থনে সংগঠনগুলোর নেতাকর্মীরা বৈঠক শেষে সন্ধ্যায় বান্দরবান বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে।
সমঅধিকার আন্দোলন পরিষদের বান্দরবান জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোস্তফা জানান, রবিবার হরতাল হওয়ার কথা থাকলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা থাকায় তা বাতিল করা হয়। তাই বুধবার হরতাল পালন করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে একই দাবিতে হরতাল পালন করা হবে।
মোস্তফার বলেন, সরকার একতরফা সংসদে পার্বত্য ভূমি কমিশন সংশোধিত আইনটি পাস করেছে। এই আইন কার্যকর হলে বা ভূমি কমিশন কাজ শুরু করলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা ক্ষতিগ্রস্ত হবে। এতে করে পাহাড়ে হানাহানি ও অশান্তি বাড়বে।