মরণব্যাধি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত চট্টগ্রামের বরণ্য ও প্রতিযশা প্রবীণ সাংবাদিক সিদ্দীক আহমেদ এর সন্মানে বংশীবাদন সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আগামী ২৯ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম এর একক বংশীবাদন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সফিক অাহমদ সাজিব জানান, শুধুমাত্র আমন্ত্রিত অতিথি এবং টিকিটধারীরা এ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানের জন্য সীমিত সংথ্যক টিকিট ছাড়া হয়েছে।