চট্টগ্রাম জেলার চন্দনাইশের বড়ুয়া পাড়ার রাস্তার পাশের একটি কালভার্ট থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ ।
সোমবার বেলা সোয়া ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি নাম নাছির উদ্দিন( ৫৫) । সে চন্দনাইশ হাজী পাড়ার সিরাজুল মোস্তাফার ছেলে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত নাছির এর বাড়ির এক কিলোমিটার দুরে একটি কালভার্টের ভিতর থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে আছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায় নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গতকাল রাতে নামাজ আদায়ের জন্য তিনি বাসা থেকে বের হয়েছিলেন। মাঝরাত পর্যন্ত স্থানীয়রা তাকে এলাকার আশে পাশে দেখেছেন । এর পরে কোন এক সময় নাছির নিখোঁজ হয়। পরে আজ তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
লাশটির সুরতহালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন পুলিশ।