
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডের সলিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিমা বেগম (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হযেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নস্থ ফকিরহাট কালুশাহ মাজার সংলগ্ন জনৈক রায়হানের বাসায় রাজমিস্ত্রির কাজ করার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে হালিমা বেগম রাজমিস্ত্রীর হেলপার হিসেবে একটি বাসায় ফ্লোরে কাজ করার সময় একটি ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আক্রান্ত হয়। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে জানতে চাইলে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী বলেন, আমরা দুর্ঘটনার খবর পেযে ঘটনাস্থলে যাই। আহতবস্থায় ঔই মহিলাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তার মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।