![শাহআমানতে আড়াই কোটি টাকার স্বর্ণেরবারসহ বিদেশ ফেরত যাত্রী আটক 1606993116.bg শাহআমানতে আড়াই কোটি টাকার স্বর্ণেরবারসহ বিদেশ ফেরত যাত্রী আটক](https://i0.wp.com/paathok.news/assets/files/2022/05/1606993116.bg_.jpg?resize=725%2C400&ssl=1)
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলােদশ বিমানের একটি ফ্লাইট থেকে ২৮টি (৩ কেজি ৩০০ গ্রাম) স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। এ সময় মধ্য প্রাচ্যের জেদ্দা থেকে বিমানের এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম শফিউল আলম বলে জানা গেছে।
উদ্ধার হওয়া এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানা গেছে।
আজ রবিবার (২৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান। তিনি বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে চার্জার লাইট, টর্চ ও ইস্ত্রির ভেতর লুকানো স্বর্ণবারগুলো পাওয়া যায়। স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর লাগেজে ধাতব বস্তুর অস্তিত্ব দেখা যায়। এরপর তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।