চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক।
বুধবার (১ জুন) বিকেলে পতেঙ্গার খেঁজুর তলা মুসলিমাবাদ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন- ফেনীর ফুলগাজীর দক্ষিণ করইয়ার মুন্সির হাট এলাকার কাজী মিজানুর রহমানের ছেলে কাজী আহম্মেদ আল ইসতিয়াক (২০) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ সিন্ধুর্ণা এলাকার জলিম উদ্দিমের ছেলে মো. সোলাইমান গনি (২৮)।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘দ্রুত গতিতে মোটর সাইকেল ড্রাইভিং করলে হঠাৎ নিয়ন্ত্রণ হারালে দুইজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।