ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম বিএনপির শোক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ।

বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান।

আজ রবিবার (৫ জুন) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। বিস্ফোরণে ৫০ জনের অধিক নিহত ও দুই শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। কেউ দগ্ধ, কেউ মারাত্মক জখম, কারো বা হাত পা উড়ে গেছে, কারো বেরিয়ে গেছে পেটের ভুড়ি। বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশেপাশের ৫ কিলোমিটার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় চট্টগ্রামে মানবিক বিপর্যয় নেমে এসেছে। চট্টগ্রাম এখন লাশের মিছিলে পরিণত হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর থেকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আহত ও দগ্ধদের বিএনপি’র পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ড্যাবের পক্ষ থেকে প্রতি ওয়ার্ড়ে টিম গঠন রক্তের ব্যবস্থা করা হয়। মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে মেডিকেলে নিয়ে আসা গরীব অসহায় হতাহতদের ঔষধ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ও আর্থিক সহায়তা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, বিস্ফোরণের ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে, অকারণে প্রাণ দিয়েছে, জ্বলে পুড়ে অঙ্গার হয়েছে সেই সব পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও তাদের পুনর্বাসন করতে হবে। কলকারাখানা শ্রমিকদের কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে পর্যাপ্ত সহায়তা পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ এই ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং ক্ষতিগ্রস্থ ও আহতদের প্রতি সমবেদনা জানান। তাদের পূণর্বাসন ও সহযোগিতায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।

নেতৃবৃন্দ অগ্নিকান্ডের বিষয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দ্রুত বাস্তবভিত্তিক তদন্ত করার এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করারও দাবী জানান।

এদিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান নগর বিএনপি নেতৃবৃন্দ। রবিবার দুপুরে মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগর বিএনপি সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা কামরুল ইসলাম, ডা. সারোয়ারসহ অন্যান্য বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আহত ব্যাক্তিদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print