হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
জেলার হাটহাজারীতে ছুরিকাঘাতে মোঃ ইকবাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ জুন) রাতে পৌরসভার চন্দ্রপুর এলাকার রেল রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ইকবাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের পশ্চিম আলমপুর খীলপাড়া এলাকার নূর আহম্মদের পুত্র।
স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে পৌরসভার রেল গেইট সংলগ্ন এলাকায় ইকবালের সাথে স্থানীয় এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঐ ব্যক্তি ইকবালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাকে আহত অবস্হায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নিলয় দাশ ইকবালকে মৃত বলে ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম গনমাধ্যমকে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জন্যও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।