মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত সমাবেশে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুছাদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বক্তব্য তারা বলেন, হযরত মোহাম্মদ (স:) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। স্বয়ং আল্লাহ তায়ালা রাসূল (সা:) চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন। যদি রাসূল (সা:) নিয়ে কোনো কটুক্তি করা হয় তাহলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না।
তারা আরো বলেন, কটুক্তিকারী দুই নেতা সরাসরি বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করে। আমরা জানি, বিজেপি সরকার ইসলাম বিদ্বেষকে পুঁজি করে তার ক্ষমতা চালিয়ে নিতে চায়। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলে দিতে চাই কটুক্তিকারী দুই নেতাকে সর্বোচ্ছ শাস্তির আওতায় আনতে হবে।
এছাড়া মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান বক্তারা।