জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার রাজধানীর গুলশানের বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে পল্টন থানায় দায়ের করা মামলায় সুলতানাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে কোনো তথ্য দেননি ওসি।
এর আগে রবিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার বরিশাল শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে ঢাকা পৌঁছলে তাকেসহ অন্যদের আটক করে নিয়ে গেছে র্যাব।