সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চট্টগ্রাম-১৫ আসনের (বাঁশখালী) সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী (৭২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহান এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি, সেই সাথে মহান রবের নিকট দোয়াকরছি, তিনি তার সকল নেক আমল কবুল করেন এবং তার গুনাহগুলো মাফ করেন।
নেতৃবৃন্দ তার শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও দলীয়কর্মী-সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য- আজ ৮ নভেম্বর বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।