অবৈধ স্থাপনা ও দখল হয়ে যাওয়া কর্ণফুলী দখল করে গড়ে উঠা অবৈধ মাছ বাজার ও বরফ কল পরিদর্শন করেছেন জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ডক্টর মনজুর আহমেদ চৌধুরী
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কর্ণফুলী নদী কিন্তু এখানে এখন মাছ বাজার এবং হাজারও অবৈধ স্থাপনা।
তিনি বলেন বাংলাদেশের অন্য নদীর সাথে কর্ণফুলীর তুলনা হবেনা। অন্য নদী আর কর্ণফুলী এক নয়। কর্ণফুলী দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। কর্ণফুলী নদী দখল হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সুতরাং অন্য নদীর সাথে এর তুলনা করা ঠিক হবে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কর্ণফুলী ইউনিক নদী যেটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নদীর বায়োডাইভারসিটি যে কোম মূল্যে রক্ষা করতে হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নদী ড্রেজিং করে ভরাট করার বিষয়ে আপনারা যে কথা বলছেন তা আমরা মেনে নিব না। ট্রেজিং করা হয় নদী রক্ষা করতে। নদী ভরাট করতে নয়।