ইউক্রেন থেকে গমের প্রথম চালান নিয়ে “ম্যাগনাম ফরচুন” নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে নোঙ্গর করেছে। জাহাজটিতে প্রথম চালানে ৫২ হাজার ৫০০ টন গম রয়েছে। নমুনা সংগ্রহের পরেই গমগুলো খালাসের বিষয়ে নেয়া হবে সিদ্ধান্ত।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ নভেম্বর) বিকেলে সরকারি এসব গম নিয়ে জাহাজটি বহিনোঙ্গরে পৌঁছে।
সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করে সরকার। ভারত রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। যার অংশ হিসেবে ইতোমধ্যে দুই চালানে রাশিয়া থেকে আসে এক লাখ টনের বেশি গম।
এ বিষয়ে আবদুল কাদের জানান, বৃহস্পতিবার ইউক্রেন থেকে আসা জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হবে। পরে ল্যাব টেস্টে চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিকঠাক থাকলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হবে খালাস প্রক্রিয়া।
খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মজিবর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দানাদার খাদ্যশস্যের মজুত বেশ ভালো অবস্থানে রয়েছে। সন্তোষজনক এই মজুদ ধরে রাখতে আমরা আমদানি বাড়াতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমদানি চুক্তির আওতায় ইউক্রেন ও রাশিয়ার থেকে সব গম দেশে এসে পৌঁছালে আমাদের মজুদ পরিস্থিতির আরো উন্নতি হবে।’