ঢাকার কেরানীগঞ্জ বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নব দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইসমাইল (২০) ও তার স্ত্রী কাজল আক্তার (১৮)।
গতকাল বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে আটি বাজার এলাকায় সুমন হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানায়, রাত ১২ টায় ইসমাইল বাড়ির মেইনগেট খোলার জন্য চাবি চাইলে নববধূ ভবনের চার তলা থেকে চাবি নিচে ফেললে পাশে বিদ্যুতের তারে আটকে যায়। তখন ইসমাইল একটি জিআই পাইপ দিয়ে চাবি নামাতে গেলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় নববধূ কাজল স্বামীকে বাঁচানোর জন্য পাইপ ধরে টান দিলে স্ত্রী ও স্বামী দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ২ টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।
নিহত ইসমাইলের বাবার নাম মো. আলী। তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগান এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটি বাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চার তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
আজ বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।