চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সৈয়দ রাসেল (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌর সদরের এম আলম ফিলিং স্টেশনের সামনে রাসেলের মোটরসাইকেলকে এটি ট্রাক ধাক্কা দিলে এ ঘটনাটি ঘটে।
নিহত সৈয়দ রাসেল উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজীর খিল এলাকার নুর আলমের বাড়ির মৃত ইব্রাহিমের ছেলে। থাই স্টিলের ব্যবসায়ী ছিলেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, চট্টগ্রাম শহরে যাওয়ার পথে উপজেলার সদরের ফিলিং স্টেশন সামনে এক ব্যক্তি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মো. রাসেল মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় হাটহাজারী বাসস্টেশন এলাকায় এম আলম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে সড়কে বের হতেই ট্রাকের চাকায় পৃষ্ট হয়। বাইক ও ট্রাক দুইটিই শহরমুখী ছিল। ট্রাকের ধাক্কায় বাইকচালক রাসেল দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।