চট্টগ্রাম নগরীর ইপিজেডে শিশু আয়াতকে খুনের ঘটনায় অভিযুক্ত আবীর আলীর আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।