সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে চট্টগ্রাম ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাছিয়েছেন আদালত।
আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
নুরুল আবছার নগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকার আবুল খায়ের মেম্বার ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
বিষয়টি নিশ্চিত করে নুরুল আবছারের আইনজীবী অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী জানান, করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
করদাতা সুরক্ষা পরিষদের মুখপাত্র হাসান মারুফ রুমী বলেন, সংগঠনের সভাপতি নুরুল আবছার চৌধুরী স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনৈতিক অনুসারী। তিনি মেয়রকে আক্রমণ করে কোনো বক্তব্য দেননি। শুধুমাত্র চট্টগ্রামের ভাষায় কিছু কথা বলেছেন, যেগুলো ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।
উল্লেখ্য- গত ১৮ সেপ্টেম্বর নগরীর পশ্চিম মাদারবাড়িতে করদাতা সুরক্ষা পরিষদের ব্যানারে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে নুরুল আবছার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমকে উদ্দ্যেশ্য করে তুই-তোকারি ও অশোভন ভাষায় কথা বলেন। মেয়রকে চট্টগ্রাম ছেড়ে চলে যাবার জন্যও হুমকি দেন।
এ ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতে মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল বাদী হয়ে নুরুল আবছার চৌধুরীকে আসামী করে নগরীর চাঁন্দগাও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।