চট্টগ্রাম সহ সারাদেশে লাগাতার নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আগামী এক মাসের মধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ করার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিকরা।
আজ সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ লাইটার ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সভাপতি মো. নবী আলম এ তথ্য নিশ্চিত করেন।
আজ বিকালে ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক শ্রমিকরা তাদের দাবি জানিয়েছেন। এসময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান একমাসের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে কমিটি গঠন করে দিয়েছেন। এই একমাস শ্রমিকদের অন্তর্বতীকালীন ভাতা প্রদানের জন্য মালিকপক্ষকে সিদ্ধান্ত দিয়েছেন।