জিতলেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত। এমন সহজ সমীকরণের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি নেইমারহীন ব্রাজিল।
সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের ৯৭৪ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এই ম্যাচে এখনও পর্যন্ত সুইজারল্যান্ডের রক্ষণ দারুণ। তবে এই ম্যাচে নেইমারের অভাবটা বেশ বোঝা যাচ্ছে। তেমন ভালো কোনও মুভমেন্ট দেখা যায়নি ব্রাজিলের।
খেলার ২৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র দারুণ চেষ্টা করেছিলেন। সুইজারল্যান্ডের গোলের কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু সুইস গোলরক্ষক তা রুখে দেন।
এই ম্যাচের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে দুইবার মুখোমুখি হয় ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে দুই দলের সাক্ষাতে ১-১ ব্যবধানে ম্যাচ ড্র হয়।
এর আগে ১৯৫০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচটিও (২-২) ড্র হয়।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-সুইজারল্যান্ড কোনো দলই একে অপরের বিরুদ্ধে জয় পায়নি।