চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আবদুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানাধীন ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ধুপপুল দিদারের ভাড়াঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃদ্ধের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল নোমান বলেন, রাত দেড়টার দিকে বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। এতে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।
তিনি বলেন, মূলত বাসার রান্না ঘরে গ্যাস লিকেজ থেকে পুরো বাসা গ্যাস চেম্বারে পরিণত হয়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে রান্না ঘরের চুলাও উড়ে গেছে। বাসার একটি দেয়াল ধসে পড়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, রাত ২টা ২০ মিনিটে ধুপপুল এলাকা থেকে দুজনকে হাসপাতালে আনা হয়। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।