প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মবিশ্বাস থাকলে বিবৃতি ভিক্ষা করতেন না ড. ইউনূস। তার যদি আত্মবিশ্বাস থাকে তিনি আদালতে প্রমাণ করুক। আমাদের আদালত পূর্ণ স্বাধীন। সেখানে তিনি নিজের প্রমাণ পেশ করুক। এভাবে বিবৃতি ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এ আমন্ত্রণ জানানো হয়।