
কক্সবাজারের টেকনাফে মাদকাসক্ত ছেলের কাঁচির আঘাতে বশির আহমদ (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
ছেলের নাম মো. পারভেজ (২২)। তাদের বাড়ি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ায়।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল আটটার দিকে মৌলভীপাড়ার নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে আহত বশির আহমদের মৃত্যু হয়।
পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকেন পারভেজ। এ নিয়ে এলাকার লোকজন বশির আহমদের কাছে অভিযোগও দেন। সকালে কথা কাটাকাটির একপর্যায়ে কাঁচি দিয়ে বাবার মাথায় আঘাত করেন পারভেজ। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় পারভেজ বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেয়ার পথে তার মৃত্যু হয়।