
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোরে গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে ছিপাতলি ইউনিয়ন পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান। তিনি জানান, অভিযানে ৪ হাজার মিটারের ৮টি ঘেরা জাল এবং জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন আইডিএফ এভিসিএফ (মৎস্য) মো. ফয়েজ রাব্বানী ও হাটহাজারী থানা পুলিশ।