
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় র্যাব, পুলিশ, বিজিবি এবং সশস্ত্রবাহিনীর সদস্যরাও।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টায় এই আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের তীব্রতাও বাড়তে থাকে।
ব্যবসায়ীরা বলছেন, ১৮টি স্বর্ণের দোকানসহ অন্তত ৩০০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শুরু থেকেই ঘটনাস্থলে পানির সংকট দেখা দিয়েছে। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ‘পানির স্বল্পতা আছে। আমাদের পানিবাহী সবগুলো গাড়ি সেখানে গেছে। ইতিমধ্যে ওয়াসাকে বিষয়টি জানিয়েছে। আশপাশের অন্যান্য উৎস থেকেও পানির ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। কারণ ভোরে আগুন লাগায় মার্কেটে মানুষ ছিলনা। আর থাকলেও তারা নিরাপদে বের হতে পেরেছে।