
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ঝাউতলা সেগুন বাগান এলাকায় দুই গ্রুপের মারামারির সময় ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২০) নামে এক কিশোর নিহত ও অপর একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কিশোর সুজন নোয়াখালীর সেনবাগ থানার সেনবাগ রাস্তার মাথা এলাকার মোহাম্মদ রিপনের ছেলে।
খুলশী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রুবেল হাওলাদার জানান, একটি খুনের ঘটনা ঘটেছে। এখনো বিস্তারিত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত হচ্ছে।

তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে- নিহত সুজন সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত ছিল। স্থানীয় ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিল ও নগর যুবলীগের সহ সভাপতি মো:ওয়াসিম উদ্দীন চৌধুরী সমর্থক ছিল। পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলর ওয়াসিমের প্রতিপক্ষ রেল শ্রমিক লীগ নেতা কাদের প্রকাশ ড্রাইভার কাদের গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়। গুরুত্বর আহত সুজনসহ ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সুজনকে মৃত ঘোষণা করে বলে জানায় চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এএসআই নুরুল আলম আশেক।
এ ব্যাপারে জানতে চাইলে কাউন্সিল ও যুবলীগ নেতা মো:ওয়াসিম উদ্দীন চৌধুরী বলেন, একটা ছেলে খুন হয়েছে শুনেছি। তবে রাজনৈতিক কারণে নয়, এলাকার বিরোধে সে খুন হয়েছে। আমরা আরও খবর নিজে পরে বিস্তারিত জানাবো।