
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ চলাকালে দখলদারদের হামলায় ইউএনও ও ওসি সহ ১০ জন আহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে।
দুটি মামলায় ৩৪ জনের নাম উল্লেখ্য করে আরও ৪শত জন নারী- পুরুষকে আসামী দেখানো হয়েছে।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড থানার সাব ইন্সপেক্টর (এসআই) শওকত হোসেন বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন।
রাতে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- সীতাকুণ্ড থানার পুলিশের পক্ষ থেকে মামলা দুইটি দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক আইনে এবং আরেকটি পুলিশের কাজে বাঁধা, হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।
এসব মামলায় ঘটনার দিন আটক সাগর (২২), মুকবুল (১৯) এবং মনোয়ার বেগম (৫৫) নামে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ২নং সমাজের বড়ইতলা এলাকায় ১নং খাস খতিয়ানের বি,এস ৩৬০ এবং ৩৬১ দাগের ১০ একর পাহাড়ি জমি উদ্ধার করে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে অবৈধ দখলদারদের হামলায় আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ও সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদসহ ১০ জন।