ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ : ৮টি রামদা, ১৭ টি পাইপ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

383706557 685764413467695 9174112521463575791 n 2309241249 চবি’র অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ : ৮টি রামদা, ১৭ টি পাইপ উদ্ধারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ হওয়ার পর যারা হলে অবস্থান করছে এবং বিভিন্ন সময় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

এদিকে গত কয়েকদিন ধরে ছাত্রলীগের বিভিন্ন উপ গ্রুপের মধ্যে মারামারিও সংঘর্ষের পর আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলে অভিযান চালিয়ে প্রশাসন ৮টি রামদা ও ১৭ টি পাইপ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূরুল আজিম সিকদার বলেন, ‘আব্দুর রব হল থেকে বেশ কিছু লোহার রড, ক্রিকেট খেলার স্টাম্প ও দেশি অস্ত্র উদ্ধার করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এদিকে জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, জানানো যাচ্ছে যে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ ও তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া যেসব শিক্ষার্থীদের ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এসব শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলসমূহে অবস্থান করছে তাদেরকে আগামীকাল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যেই হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।

এছাড়া বিভিন্ন সময় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদেরকেও একই সময়ের মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

নির্দিষ্ট সময়ের পর এ ধরনের কাওকে হলে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনঃ পররাষ্ট্র উপদেষ্টা

পৃথক তিনটি হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আবু রেজা নদভী

নির্বাচন কমিশনে কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সিইসি

ডব্লিউএইচওর পরিচালক মনোনয়নকালে কানাডার নাগরিক ছিলেন পুতুল!

বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত

বিসিবির ক্রিকেট অপারেশন্স ও নারী উইংয়ের চেয়ারম্যান ফাহিম

২টি নতুন কারখানা ‘লিড’ সনদ পেয়েছে

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print